Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে আবিদা ইসলামের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১৫:১২

ঢাকা: মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেব যোগ দিয়েছেন আবিদা ইসলাম। মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন তিনি। এর আগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মেক্সিকোয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্তির পাশাপাশি কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেরও দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার সারাবাংলাকে এ তথ্য জানান আবিদা ইসলাম।

বিজ্ঞাপন

১৫তম বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন আবিদা ইসলাম।

ইতোমধ্যে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাকালে গুরুত্বপূর্ণ শাখায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবিদা ইসলাম পরবর্তীতে অস্ট্রেলিয়ার মনাস ইউনির্ভাসিটি থেকে পররাষ্ট্র বিষয়ক ও বাণিজ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

সারাবাংলা/টিএস/এনএস

আবিদা ইসলাম মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর