Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১২:২২

ঢাকা: আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, ‘আইভি রহমান ছিলেন একজন নিরহংকারী রাজনৈতিক নেত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের উচ্চ আদালতে আপিলের শুনানি অচিরেই শুরু হবে।’

আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।

এসময় আরও শ্রদ্ধা জানান আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

সারাবাংলা/এনআর/এমও

আ.লীগের শ্রদ্ধা আইভি রহমান বনানী কবরস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর