Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ধাক্কা: বৈশ্বিক তালিকায় ৯ ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ০০:২৮

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বৈশ্বিক ক্রমতালিকা থেকে পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্টের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৯ ধাপ পিছিয়ে এখন ৬৭।

সোমবার (২৩ আগস্ট) রাতে লয়েডস লিস্ট এ তালিকা প্রকাশ করেছে। চীনের সাংহাই বন্দর তালিকার শীর্ষে আছে।

বিশ্বের বন্দরগুলোর কাজের গতি ও কনটেইনার পরিবহনের হিসাব করে ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকা করে লয়েডস লিস্ট। তাদের গত বছরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৫৮তম।

এর আগে, ২০১৯ সালে মাত্র এক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দর এগিয়ে গিয়েছিল ছয় ধাপ। ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল বিশ্বের ব্যস্ততম বন্দরের মধ্যে ৬৪তম।

১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন শুরু হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে কনটেইনার পরিবহনেও সার্বিক অগ্রগতি আসে গত এক দশকে। ২০১৩ সাল থেকে টানা সাত বছর চট্টগ্রাম বন্দর এগিয়ে যাওয়া ধরে রেখেছিল। এমনকি করোনার সংক্রমণ শুরুর পরও গত বছর চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ছিল।

বন্দর সংশ্লিষ্টদের মতে, করোনার ধাক্কায় গত এক বছরে বৈদেশিক বাণিজ্য কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরও পিছিয়ে পড়েছে।

এক বছরে বৈশ্বিক অবস্থান ৯ ধাপ পিছিয়ে যাওয়া নিয়ে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের কারও বক্তব্য জানতে পারেনি সারাবাংলা।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম বন্দর বৈশ্বিক তালিকা লয়েডস লিস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর