Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবরদখলকৃত ৫৬৪০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ২৩:৩৩

ঢাকা: দেশের বিভিন্ন বনাঞ্চলে জবরদখলকৃত ৫৬৩৯.১৩ একর ভূমি উদ্ধার করা হয়েছে বলে বনও জলবায়ু সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে। এছাড়া জবর দখল করা জমি ‍উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পরিপ্রেক্ষিতে নতুন কোনো ভূমি যাতে বেদখল না হয় সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে কমিটি। পাশাপাশি সারাদেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মো. শাহীন চাকলাদার বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, ডিজিটাল অভিযোগ সিস্টেমে অনলাইনে অভিযোগ দাখিলের কার্যক্রম চালু আছে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে বৈঠক হয়েছে। যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কার্যক্রম অব্যাহত আছে। সাভারের ট্যানারির বর্জ্য পরিশোধন কার্যক্রম আরও সফল করা ও পরিবেশ দূষণমুক্ত রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় বৈঠকে। এ সময় প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট নিহত সকল শহিদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

উদ্ধার বনভূমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর