মাছ রফতানি নিয়ে মুখোমুখি কাস্টমস-বিজিবি, ২ ঘণ্টা রফতানি বন্ধ
২৩ আগস্ট ২০২১ ২২:১০ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ ২৩:০৮
বেনাপোল (যশোর): ভারতে মাছ রফতানি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে কাস্টমস ও বিজিবি। বন্দর এলাকার মধ্যে রফতানি পণ্যবাহী তল্লাশি নিয়ে বাগযুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে। এসময় প্রায় দুই ঘণ্টা রফতানি বন্ধ ছিল। শেষ পর্যন্ত নো-ম্যান্স-ল্যান্ড এলাকায় মাছের কার্টন খুলে পরীক্ষণ করার সমঝোতায় শুরু হয় পরীক্ষণের কাজ।
বাংলাদেশ থেকে ভারতে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের সাদা বা দেশি মাছ রফতানি হয়ে আসছে। বাংলাদেশ রফতানিকারক প্রতিষ্ঠান খুলনা সাউদার্ন সি ফুড লিমিটেড সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতে রফতানির উদ্দেশে তিনটি পিকআপে সাড়ে সাত টন বিভিন্ন জাতের পাবদা, টেংরা ও তেলাপিয়া মাছ নিয়ে বেনাপোলে আসে।
কাস্টমস থেকে ছাড়পত্র নিয়ে গাড়ি নো-ম্যান্স-ল্যান্ড এলাকায় পৌঁছালে খুলনা ২১ বিজিবি সদস্যরা গাড়ির গতিরোধ করে দাঁড়ান। তাদের সাফ জবাব, ঘোষণার বাইরে আলোচ্য চালানে ইলিশ মাছ আছে। গাড়ি বেনাপোল বিজিবি ক্যাম্পে নিতে হবে। কিন্তু তাতে রাজি হয় না কাস্টমস।
খবর পেয়ে ঘটনাস্থলে চেকপোস্টে ছুটে আসেন কাস্টমসের যুগ্ম কমিশনার নুসরাত জাহান, ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান, বেল্লাল হোসেন, অনুপম চাকমা, শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। দুই পক্ষের বাগযুদ্ধের পর বিশেষ সমঝোতায় নো-ম্যান্স-ল্যান্ড এলাকায় চলছে বরফজাত কার্টনের খুলে তল্লাশির কাজ।
রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১০০টি কার্টন খুলে তন্ন তন্ন করে দেখা হলেও মেলেনি কোনো ইলিশ মাছের দেখা। তবে পরীক্ষণ অব্যাহত আছে।
খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রফতানির জন্য পাঠানো সাদা মাছের মধ্যে ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছে। সে কারণে মাছের চালানটি পরীক্ষা করা হচ্ছে।
সারাবাংলা/টিআর