Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ে পচন ধরা অসুস্থ মানুষটির পাশে পুনাক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ২০:৩০

ঢাকা: প্রতিবন্ধী খোকন, বয়স আনুমানিক ৫০। জীর্ণ শরীর, খুবই অসুস্থ। পায়ে পচন ধরেছে, এতে জন্মেছে পোকা। পঁচা শরীরের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পরনের ছিন্ন লুঙ্গিটি কোনোমতে গায়ে জড়িয়ে দুদিন ধরে পড়ে আছে ফুটপাতে। অসহায় এ অসুস্থ মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)

ইতোমধ্যে খোকনকে হাসপাতালে নেওয়া হয়েছে, করা হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। পুনাকর ফেসবুক পেজে জনৈক জুবায়ের শামীমের তথ্যের সূত্র ধরে অসুস্থ এ ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন সংগঠনটির সভাপতি জীশান মীর্জা। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, জীশান মীর্জার অনুরোধে অসুস্থ লোকটির খোঁজে নেমে পড়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সী। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অসুস্থ খোকনের খোঁজ পাওয়া যায়। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনের ফুটপাতে পড়ে আছেন। পরে গতকাল (২২ আগস্ট) রাতে উদ্ধার করা হয়েছে তাকে। পরে সহকর্মীদের নিয়ে খোকনের পোকা ধরা দুর্গন্ধযুক্ত পায়ের ক্ষতস্থান পরিচর্যা করেন ওসি। পুনাক সভাপতির সহায়তায় ভর্তি করেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। খোকন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহূর্তে পচন ধরা পায়ের অপারেশন জরুরি নয়। শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খোকন নিজের সম্পর্কে তেমন কিছুই বলতে পারেননি। শুধু এক পুত্র আছে বলে জানিয়েছেন। পুনাক’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করে জুবায়ের শামীম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পৃথিবী বড্ড সংকটের সময় পার করছে। এই সময়ে পুনাক’র এই কার্যক্রম আমাকে প্রবল আশাবাদী করে। পুনাক’র জন্য অনেক শুভকামনা।

বিজ্ঞাপন

পুনাক পুলিশ পরিবারের একটি সংগঠন হলেও বর্তমান সভাপতির নেতৃত্বে নিজেদের গণ্ডি পেরিয়ে বৃত্তের বাইরে গিয়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার এমন হাজারো উদাহরণ রয়েছে বাংলাদেশ পুলিশ এবং পুনাক’র।

সারাবাংলা/ইউজে/এনএস

পুনাক প্রতিবন্ধী খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর