সুপ্রিম কোর্টের বিচারকদের ভাতা বাড়ছে, খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৩ আগস্ট ২০২১ ১৯:৪৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ ২১:৪৩
ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন এবং সুবিধাদি) আইন, ২০২১-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যেমন আগে দৈনিক ভাতা ৫০০ বা সাড়ে ৫০০ টাকা ছিল, সেখানে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০১৩ সালে কোর্টের রায় ছিল, সামরিক শাসনের যে অধ্যাদেশগুলো, সেগুলো আইনে পরিণত করা। এটা আসলে সেটাই। এটাকে ইংরেজি থেকে বাংলায় নিয়ে আসা হয়েছে। সেজন্য এটা কেবিনেট একেবারে পুরোটাই (চূড়ান্ত) অনুমোদন দিয়ে দিয়েছে। এরপর পার্লামেন্টে যাবে।
তিনি বলেন, “বৈঠকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ-ভাতা) আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত দেওয়া হয়েছে।”
তিনি বলেন, ‘এটাও অধ্যাদেশ ছিল। এটাতে নতুন কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি। আগেরটাকেও পুরো অনুমোদন দেওয়া হয়েছে। শুধু ছোটোখাটো কিছু (সংশোধন) হয়েছে। এছাড়া বার কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে একটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) আইন, ২০২১’ শীর্ষক খসড়া আইনের অনুমোদন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কিছু দিন আগে বার কাউন্সিলের অধ্যাদেশ করা হয়েছিল- যদি কোনো কারণে টাইম ওভার হয়ে যায় তখন কী করবে? সেটার কোনো বিধিবিধান ছিল না। সেজন্য বার কাউন্সিল অধ্যাদেশ হিসেবে এটি নিয়ে আসা হয়েছিল।’
তিনি বলেন ‘অধ্যাদেশ করলে পার্লামেন্ট শুরু হলে এক মাসের মধ্যে সেটাকে আইনে পরিণত করতে হয়। নইলে সেটা বাদ হয়ে যায়। সেজন্য উনারা এটা নিয়ে এসেছে। সেটা কেবিনেট ফের অনুমোদন করেছে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন সংসদ অধিবেশন চলাকালীন এটাকে পাস করে ফেলতে হবে। নইলে বাতিল হয়ে যাবে। সেজন্য এটার চূড়ান্ত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম