Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১৯:৩৬

ফাইল ছবি

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের পুনর্বাসনের প্রয়োজনীয় পরামর্শসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ওয়েবিনারে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘প্রবাসীরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর সে মুদ্রা দেশে পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করছে। তারা হলেন প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা। তাদের এ রেমিটেন্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য সরকার দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং সে কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।’

ওয়েবিনারে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ উইনির্ভাসিটি অফ প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. মুশফিকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, প্রো-ভাইস চ্যান্সেলর এম প্রফেসর আবুল কাশেম মজুমদার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রুমানা ইসলাম।

সারাবাংলা/টিএস/এমও

পুনর্বাসনের উদ্যোগ বিদেশফেরত কর্মী সরকার

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর