Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেনট
২৩ আগস্ট ২০২১ ১৮:১৬

ঢাকা: সিলেট-৩ শূন্য আসনে উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।

তিনি বলেন, ‘৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দুই দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেবর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।’

বিজ্ঞাপন

সিলেট-৩ আসনে দুই বার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুই দিন আগে অর্থাৎ ২৬ জুলাই এই আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এই আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

ভোট সিলেট-৩ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর