বরিশালের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই ছিলো ‘মিস কমিউনিকেশন’
২৩ আগস্ট ২০২১ ১৪:৪০
ঢাকা: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও মেয়রের বিরুদ্ধে মামলার ঘটনার পেছনের কারণ হিসেবে ‘মিস কমিউনিকেশন’কে দায়ী করেছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘যেখানে যোগাযোগ কম থাকে, সেখানে এ ধরনের মিস কমিউনিকেশনের কারণে এ ধরনের ঘটনা ঘটে।’
সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ঘটনার পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সচিবরা। এটা নিজেরা বসে সমাধান করতে হবে। ফিল্ড লেভেলের সবাইকে ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, রেগুলারলি ইন্টারেকশন করার জন্য।’
সচিব আরও জানান, বিষয়টি কেবিনেট মিটিংয়ের আলোচনাতেও উঠেছিল। তবে এটি নিজেদের মধ্যে আলোচনা করে খতিয়ে দেখে সমাধান করতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, ‘আপনারা নিজেরা আগে বসেন, বসে দেখেন সমাধান করা যায় কিনা। যদি আপনারা নিজেরা সমাধান করতে না পারেন, আইন তো আছেই। সবাই তো ফিল্ডে কাজ করছে। ইন্টারেকশন থাকতে হবে।’
‘গতকাল একটি বৈঠক ছিল। সেখানে আমি যখন কথা বলেছি। বৈঠকে, সচিব যারা ছিলেন বা অন্য কর্মকর্তারা, তারা সবাই এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। এই ল্যাংগুয়েজ, এটা হওয়া উচিত ছিল না। এ বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি’, বলেন মন্ত্রিপরিষদ সচিব।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালায়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। এ ঘটনায় পরেরদিন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।
একইসঙ্গে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাকে গ্রেফতারের দাবিও জানায় সংগঠনটি।
সারাবাংরা/এএইচএইচ/এমও
ইউএনও বাসভবনে হামলা টপ নিউজ বরিশালের ঘটনা মন্ত্রিপরিষদ সচিব মিস কমিউনিকেশন মেয়রের বিরুদ্ধে মামলা