Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসার ময়লা ফেলা নিয়ে ঝগড়া থেকে বৃদ্ধ খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ০১:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনার জেরে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসার সামনে ময়লা ফেলা নিয়ে ঝগড়া থেকে এ খুনের ঘটনা ঘটেছে।

রোববার (২২ আগস্ট) রাত সোয়া ১১ টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. আব্দুল মালেক (৭০) মতিঝর্ণা এলাকার পাঁচ নম্বর কলোনির বাসিন্দা।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন সারাবাংলাকে বলেন, ‘প্রতিবেশি আবদুল্লাহ ও পরিবারের সদস্যদের সঙ্গে মালেকের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুল্লাহ তাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। আহত মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর ৩৫ বছর বয়সী আবদুল্লাহ পালিয়ে গেলেও তার পরিবারের এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক আফতাব।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন, মালেকের বাসার ময়লা আবদুল্লাহর বাসার সামনে ফেলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ঝগড়া হয়।

সারাবাংলা/আরডি/এসএস

চট্টগ্রামে খুন ঝগড়া বৃদ্ধ খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর