Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু

লোকাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ২২:১৬

হিলি (দিনাজপুর): দীর্ঘ একবছর বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু হয়েছে। ফল আমদানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা।

রোববার (২২ আগস্ট) দুপুরে ভারত থেকে ফলবোঝাই (আনার) একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ঢাকার আরিয়ান অ্যান্ড ব্রাদাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ফল আমদানি করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সোবহান আলী জানান, হিলি বন্দরে ফল আমদানি র্দীঘদিন ধরে ফল আমদানি বন্ধ ছিলো। বর্তমানে আবারও আমরা ফল আমদানি শুরু করেছি। আজ আমাদের প্রথম এক গাড়ি আনার ফল আমদানি হয়েছে। এক ট্রাক আমদানি করা আনারের ওজন ১৮ মেট্টিক টন। প্রতিটনে ৬৫০ ডলার শুল্কায়ন করতে হচ্ছে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, আমদানি করা পণ্য এই বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, র্দীঘ এক বছর পর হিলি পোর্ট দিয়ে ফল আমদানি হয়েছে। যেহেতু ফল পচনশীল আমদানিকৃত পণ্য তাই এটি দ্রুত ছাড়করণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে সবধরনে সহযোগিতা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

আমদানি শুরু ফল আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর