Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড ভ্যাকসিনের খালি ভায়ালসহ আটকের পর মুচলেকায় মুক্ত চবি ছাত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১৭:৩৩ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৭:৩৫

চট্টগ্রাম ব্যুরো: কোভিড ভ্যাকসিন দেওয়ার পর খালি ভায়াল নিয়ে চলে যাওয়ার পথে আটক করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। মুচলেকা দিয়ে ভুল স্বীকারের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কমল দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন সারাবাংলাকে বলেন, ‘আমরা সিনোফার্মের টিকা দিচ্ছি। সকালে সে (কমল দাশ) এসে টিকা নেয়। যাওয়ার পথে একটি খালি ভায়াল হাতে নিয়ে চলে যেতে থাকে। আমাদের কর্মীরা দেখতে পেয়ে তাকে ধরে ফেলে। বিষয়টা যেহেতু সেনসিটিভ, আমরা পুলিশকে খবর দিই। তবে তার কথাবার্তায় মনে হয়েছে, না বুঝে সে এ কাজটি করেছে। এটা যে অবৈধ সেটা জানতে না। ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ার পর আমরা তাকে ছেড়ে দিয়েছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘ছেলেটিকে আমিও জিজ্ঞেস করেছি যে তুমি এই কাজ কেন করেছ ? সে বলছে- জাস্ট ভায়ালের লেবেলের ছবি তোলার জন্য সে এটা নিয়েছিল। জানাবোঝার ভুল থেকে সে এ কাজ করতে পারে। পরে অবশ্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।’

সারাবাংলা/আরডি/এমও

কোভিড টিকা কোভিড ভ্যাকসিন খালি ভায়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ছাত্র

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর