রাঙ্গামাটিতে অস্ত্র-গুলিসহ আটক ১
২২ আগস্ট ২০২১ ১৭:১৮
রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অস্ত্রসহ অমল কান্তি চাকমা (৩৯) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। রোববার (২২ আগস্ট) সকালে রাঙ্গামাটির সদর ও জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা কুকিমারাপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক অমল কান্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র শাখার কর্মী বলে জানা গেছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর টহল দল রোববার সকালে কুকিমারা পাড়া এলাকায় জেএসএসর একটি সশস্ত্র আস্তানায় অভিযান চালায়। এসময় আস্তানায় অবস্থায় করা সন্ত্রাসীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে যৌথবাহিনীর উপর গুলিবর্ষণ করে এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসী দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি এসএমজি ও ২০ রাউন্ড এসএমজির গুলি, একটি পিস্তল ও ১০ রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন (একটি এসএমজি ও একটি পিস্তল), একটি ওয়াকিটকি, ৪টি মোবাইলসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশসহ সেনাবাহিনী অভিযানে গিয়েছে। তারা নেটওয়ার্কের বাইরে থাকায় বিস্তারিত খোঁজ পাইনি। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
তবে এ বিষয়ে যোগাযোগ করেও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/এসএসএ