পরীমনির জামিন আবেদন, শুনানি ১৩ সেপ্টেম্বর
২২ আগস্ট ২০২১ ১২:৪০ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৪:২৩
ঢাকা: মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা।
রোববার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান এই জামিন আবেদন করেন। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন।
মজিবুর রহমান জানান, সিএমএম আদালতে জামিন আবেদন করেছিলাম। সেখানে জামিন না মঞ্জুর হয়েছে। এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছি। আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানি হবে।
গত ৪ আগস্ট বিকাল চারটার পর বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সারাবাংলা/এআই/এএম