নেত্রকোনায় ভারতীয় মদসহ দুই যুবক আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১২:৩৬ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১২:৩৮
২২ আগস্ট ২০২১ ১২:৩৬ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১২:৩৮
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । শনিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার (২২ আগস্ট) মাদকসহ তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হচ্ছেন, নেত্রকোনা সদর এলাকার বাসিন্দা দিলিপ বণিকের ছেলে গোপাল বণিক (২৪) এবং সাইদ খানের ছেলে দুর্লভ খান (২৪)। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি টিম সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১১৭২ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
সারাবাংলা/এসএসএ