বরিশালের ঘটনা দেশের জন্য অশনি সংকেত: জিয়াউদ্দিন বাবলু
২১ আগস্ট ২০২১ ১৯:৫০ | আপডেট: ২১ আগস্ট ২০২১ ২১:০৪
ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা, আনসার ও পুলিশ সদস্যদের দফায় দফায় গুলি ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হামলা-সংঘর্ষের ঘটনা সারাদেশে নাড়া দিয়েছে। এ নিয়ে সরকারি দলের নেতাকর্মী ও প্রশাসন মুখোমুখি অবস্থানে রয়েছে। সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিষয়টি দেশের জন্য অশনি সংকেত।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ নানান বিষয়ে সরকারের মন্ত্রীরা একের সময় একেক ধরনের কথা বলছেন। এ থেকে বোঝা যায় সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয় নেই। প্রশাসনে এক প্রকার স্থবির অবস্থা বিরাজ করছে।’
তিনি বলেন, ‘করোনাকালে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ চিকিৎসা পাচ্ছে না। গণভ্যাকসিন গণতামাশায় পরিণত হয়েছে। দেশের মানুষ আতঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।’
জাপা মহাসচিব বলেন, ‘বরিশালের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঘটনার নিরপেক্ষ বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতোমধ্যে সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।’
দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম- মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন খান, গোলাম মোস্তফাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএস