Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় দফার রিমান্ড শেষে আদালতে পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২১ ১২:৩১

ঢাকা: বনানী থানার দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির তৃতীয় দফার রিমান্ড শেষে আদালতে উপস্থিত করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে সিআইডির একদিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় আনে রাখা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে পরীমনির অন্যান্য বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

গত ৪ আগস্ট বিকাল চারটার পর বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামী মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন:

সারাবাংলা/এআই/এএম

পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর