কম আমদানির অজুহাতে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
২১ আগস্ট ২০২১ ১২:০৬ | আপডেট: ২১ আগস্ট ২০২১ ১৫:০৭
হিলি(দিনাজপুর): জেলার হিলি স্থলবন্দরে কম আমদানির অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
শনিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম কেজিতে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজিতে। দুই দিন আগে এই পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হয়েছে।
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল জানান, বন্দরে পেঁয়াজের সরবরাহ নেই। ফলে আমরা বেশি দামে পেঁয়াজ কিনেছি তাই বাজারেও বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের কোনো দাম বাড়ার সুযোগ নেই।
পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব আলী জানান, আমদানি কমের অজুহাতে দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ার কারনে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছে। কারণ আড়তগুলোতে কালকেই কম দামে পেঁয়াজ পাঠিয়েছি। আজকে আবার দাম বেড়েছে, এতে করে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি আমরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. বাবু হোসেন জানান, ভারত অভ্যন্তরে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমে দিয়েছি। চাহিদার তুলনায় আমদানি কম হলে দাম একটু বেড়ে যায়।
হিলি কাস্টমসের তথ্যমতে, গত কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গতকাল শনিবার শুধু মাত্র আট ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।
সারাবাংলা/এনএস