ছুরিকাঘাতে খুনের পর ব্যবসায়ীর লাশ সড়কে
২১ আগস্ট ২০২১ ১১:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ গ্রাম থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয়েছিল।
শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট রেলস্টেশনের অদূরে মাইট্টাপুল এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল্লাহ আল মামুনের (২৫) বাড়িও মির্জাপুর ইউনিয়নের সরকারহাট গ্রামে। তিনি নারকেলের পাইকারি ব্যবসা করেন।
পরিবারের সদস্যদের বরাতে হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা সারাবাংলাকে জানান, মামুন গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে ঘর থেকে বের হয়েছিল। রাতে আর ঘরে ফেরেনি। পরে শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
‘কপালে ছুরিকাঘাতের চিহ্ন আছে। পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে খুন করতে পারে বলে আমাদের ধারণা। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়ে তদন্ত শুরু হয়েছে’— বলেন পরিদর্শক রাজীব।
সারাবাংলা/আরডি/এনএস