মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব, কাল শপথ
২০ আগস্ট ২০২১ ২০:৪৬ | আপডেট: ২১ আগস্ট ২০২১ ০৯:০৫
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাব্রি ইয়াকুবের নাম ঘোষণা করেছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ। শুক্রবার (২০ আগস্ট) রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
ইসমাইল সাব্রি মালয়েশিয়ার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সময় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের মাধ্যমে দেশটিতে মাত্র তিন বছরের মাথায় তিনজন প্রধানমন্ত্রী দায়িত্ব পেতে যাচ্ছেন।
শুক্রবার মালয়েশিয়ার রাজা বিবৃতিতে বলেন, ইসমাইল সাব্রি ১১৪ জন আইনপ্রণেতার সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। ফলে ৬১ বছর বয়েসী ইসমাইল সাব্রি শনিবার মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
এর আগে গত ১৬ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজা সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সারাবাংলা/আইই