Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২১ ১৬:১৭

প্রতীকী ছবি

বরিশাল: ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে ইকবাল হোসেন (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। হতাহতরা সকলেই আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার বাসিন্দা।

শুক্রবার (২০ আগস্ট) সকালে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ।

গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসি আলী আরশাদ জানান, হতাহতরা একটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে আগৈলঝাড়ার দিকে যাচ্ছিলো। জয়শ্রী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ঠিকাদার ইকবাল হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ১২ বছরের ছেলে রাদ ও ২১ বছর বয়সী ভাগিনা তানজিল গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এমও

ঠিকাদার নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর