ময়মনসিংহে আরও ১৩ মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২১ ১২:১২ | আপডেট: ২০ আগস্ট ২০২১ ১২:২৪
২০ আগস্ট ২০২১ ১২:১২ | আপডেট: ২০ আগস্ট ২০২১ ১২:২৪
ময়মনসিংহ: মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে পাঁচ জন করোনা ও আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের সাত, নেত্রকোনার চার, জামালপুর ও কিশোরগঞ্জের এক জন করে ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ২১ জনসহ করোনা ইউনিটে ২৬৯ জন চিকিৎসাধীন রয়েছে।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, নতুন করে ৮৬৭ নমুনা পরীক্ষায় ১১০ জনের মধ্যে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনায় ২৪৫ জন মারা গেছেন।
সারাবাংলা/একেএম