বরিশালে সংঘর্ষ: কোতোয়ালি থানার ওসিকে সিলেটে বদলি
২০ আগস্ট ২০২১ ১০:৪৭ | আপডেট: ২০ আগস্ট ২০২১ ১৩:৫০
বরিশাল: মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
অতিরিক্ত আইজপি ড. মাইনুর রেজা চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ আগস্টের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে। তার বদলির কারণ জনস্বার্থ।
তবে এখনো কোতোয়ালি মডেল থানায় নতুন কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়নি।
এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের হামলা এবং তাদের ওপর আনসার সদস্যদের গুলিবর্ষণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে এ বদলির ঘটনা ঘটলো।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ জুলাই তিনি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে যোগদান করেন। সেই থেকে প্রায় তিন বছর এই থানায় কর্মরত রয়েছেন।
সারাবাংলা/একেএম