Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএমএস না পেলে টিকাকেন্দ্রে না যাওয়ার অনুরোধ চসিকের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২১ ০০:৪২

চট্টগ্রাম ব্যুরো: মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) না পেলে ভ্যাকসিনের জন্য অযথা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর ১১টি হাসপাতাল, মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে টিকাদান চলছে। এসব কেন্দ্রে কোভিড-১৯ প্রতিরোধক মডার্না, অ্যাস্ট্রোজেনেকা ও সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম সিটি করপোরেশন মেমন জেনারেল হাসপাতাল, বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, নেভী হাসপাতাল, সিএমএইচ হাসপাতাল, এয়ারফোর্স হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে নিবন্ধিতদের টিকা ফিরিঙ্গীবাজারে চসিক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসে দেওয়া হচ্ছে।

সেলিম আক্তার বলেন, ‘এসব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র যারা মোবাইলে নির্ধারিত তারিখের এসএমএস পেয়েছেন, তাদেরই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু অনেকে মোবাইলে এসএমএস না পেয়েও অহেতুক কেন্দ্রে ভিড় করছেন। এতে ভ্যাকসিন প্রদানে জটিলতা তৈরি হচ্ছে। যারা এসএমএস পেয়ে কেন্দ্রে যাচ্ছেন, তারাও ভোগান্তির শিকার হচ্ছেন। এসএমএস ছাড়া কাউকে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অযথা ভিড় না করার অনুরোধ করা হচ্ছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

চসিক ভ্যাকসিন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর