Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড পরবর্তী জটিলতায় আলোকচিত্রী দিদারুল আলমের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২১ ০০:৩০

চট্টগ্রাম ব্যুরো: কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় ভুগে মারা গেছেন চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল চারটায় তার মৃত্যু হয়েছে।

৫২ বছর বয়সী দিদারুল আলম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত ছিলেন।

বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী সারাবাংলাকে বলেন, ’২৮ দিন আগে দিদারুল আলম কোভিড পজেটিভ হয়েছিলেন। পরবর্তীতে তিনি আর নমুনা পরীক্ষা করাননি। তবে চিকিৎসক পরীক্ষা করে জানিয়েছিলেন, তিনি কোভিডমুক্ত হয়েছেন। উনার হার্টে তিনটি ব্লক ছিল। চিকিৎসা চলছিল। এর আগে স্ট্রোক করেছেন। দুইদিন আগে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।’

দিদারুল আলম স্ত্রী, এক মেয়ে, মা-বাবা রেখে গেছেন। তিনি দৈনিক যুগান্তর, ইন্ডিপেডেন্ট, অবজারভার, দৈনিক স্বাধীনতা, ডেইলি লাইফসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে পালন করছিলেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

দিদারের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

আলোকচিত্রী দিদারুল আলম মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর