Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় হেলে পড়েছে ‘এত টুকু বাসা’, সিলগালা করেছে প্রশাসন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ২৩:৩৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ২৩:৫৫

ঢাকা: রাজধানীর সূত্রাপুর এলাকায় একটি ছয়তলা ভবন হলে পড়েছে। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রাজউক পরিদর্শনের পরে সেটি বসবাসের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে ভবনটি সিলগালা করে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ১৯ মিনিটে সূত্রাপুর থানার কুলুটোলার তনুগঞ্জ লেনের ৪৭/২ ভবনটি হেলে পড়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) রায়হান কবির বলেন, সূত্রাপুরের ‘হাজী বাড়ি’ নামের ছয় তলা একটি ভবন হেলে পড়েছে। সংবাদ পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশন সেখানে রেসপন্স করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পর ছয় তলায় আটকে থাকা একজন প্যারালাইজড রোগীকে উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম বাবুল রায় রতন।

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এছাড়া রাজউক চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

জেলা প্রশাসন থেকে ভবনটি সিলগালা করা হয়েছে। ভবনটি ব্যবহারের অনুপযোগী বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমও

ছয় তলা ভবন টপ নিউজ প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর