Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘর দেওয়ার নামে অর্থ নিয়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ১৮:১৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ২৩:৩৯

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগে সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৮ আগষ্ট) স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯) বিকেলে ওই ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. মেজবাউল করিম।

তিনি আরও জানান, সাময়িক বরখাস্ত করার পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ থেকে ওই চেয়ারম্যানকে কারণ দশার্নোর নোটিশও দেওয়া হয়েছে।

জানা গেছে, সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে তাড়াশ এলাকার শিউলী, ছকিনা, হালিমা, নাজমা ও শাহনাজসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন। আর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্তে সে অভিযোগ প্রমাণিত হয়।

এ প্রসঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহের বাকী সারাবাংলাকে জানান, তিনি এখনো সাময়িক বরখাস্তের চিঠি পাননি।

সারাবাংলা/একেএম

ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর