Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ১৮:০২

ঢাকা: ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) তিউনিসিয়া থেকে টার্কিশ এয়ারওয়েজের (TK 722) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ব্র্যাক অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মানব পাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাইবাছাই করা হচ্ছে। এখন তারা বিমানবন্দর ইমিগ্রেশনের তত্ত্বাবধানে রয়েছেন।’

বিজ্ঞাপন

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিচ্ছ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরিয়তপুরের ৯ জন, মাদারীপুর দুই জন, চাঁদপুরের একজন ও কুমিল্লার একজন রয়েছেন।

তারা হলেন- শরিয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক বেপারী।

মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর। চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।

ভুক্তভোগীরা জানান, চলতি বছরের শুরুর দিকে ভিজিট ভিসায় প্রথমে দুবাই, লিবিয়া হয়ে তারা তিউনিসিয়া গিয়েছিলেন। এরপর সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।

এর আগে, চলতি বছরের পহেলা জুলাই ১৭ জন ও ২৪ মার্চ আরও সাত বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফেরেন।

সারাবাংলা/টিএস/এমও

১৩ বাংলাদেশি টপ নিউজ তিউনিসিয়া ব্র্যাক অভিবাসন কর্মসূচি ভূমধ্যসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর