Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরীমনিকে রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ১৭:১০

ঢাকা: ‘একটি মাদক মামলায় এর আগে দুই দফা রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হলো। কিন্তু তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করতে পারেনি। তিনি কি সন্ত্রাসী বাহিনীর ক্যাডার, না কি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য? যে ধারায় মামলা এতে তার সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। তারপরও কেন বার বার তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আবার তাকে রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করবে।’— বনানী থানার মাদক মামলার রিমান্ড শুনানিতে অংশ নিয়ে এভাবেই তার আশঙ্কার কথাগুলো বলছিলেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর পর আদালত তৃতীয় দফায় পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড শুনানিতে অংশ নিয়ে বলেন, ‘পরীমনির কাছ থেকে বিদেশি মদ, এলএসডি, মাদক আইস, ব্রট পাওয়া গেছে। সিআইডি তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক। তার রিমান্ড মঞ্জুর করা হোক।’

এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা আদালতকে বলেন,‘আসামিকে এর আগে দুই দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেসব তথ্যসূত্র বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে কারা মাদক ব্যবসায়ী, কারা এসব আমদানি করে- তাদের বিষয়ে মামলার তদন্তের স্বার্থে জানা প্রয়োজন।’

পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি আরও বলেন, ‘সে একজন চলচ্চিত্র নায়িকা, ১০টি ছবিতে তার কন্ট্রাক্ট রয়েছে। কারাগারে থাকায় এইসব ছবির শুটিং করা যাচ্ছে না। সহ-শিল্পী, কলাকুশলী, বিনিয়োগকারী- এরা সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরীমনি পরিচিত মুখ। তাকে সবাই চেনে। জামিন পেলে তিনি পালাবেন না। যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।’

সারাবাংলা/এআই/পিটিএম

পরীমনি রিমান্ড শুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর