মাদরাসায় ‘হঠাৎ অজ্ঞান’ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি
১৯ আগস্ট ২০২১ ১২:৫৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১৩:১১
চট্টগ্রাম ব্যুরো: মাদরাসায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদভী এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে মীর ইদরীস সারাবাংলাকে বলেন, ‘নিজ কক্ষে বিছানায় শোয়া অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যান। ডাক্তার এসে অক্সিজেন দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন। পরে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তখনও তার জ্ঞান ফেরেনি। ওনার ডায়াবেটিস বাড়তি। প্রেশার এবং হার্টের সমস্যা আছে।’
সত্তরোর্ধ জুনায়েদ বাবুনগরীকে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মীর ইদরীস।
এর আগে গত ৮ আগস্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে গিয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন জুনায়েদ বাবুনগরী।
সারাবাংলা/আরডি/এনএস