আদালতে পরীমনি
১৯ আগস্ট ২০২১ ১০:২৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১২:১৫
ঢাকা: মাদকের মামলায় গ্রেফতার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফার রিমান্ড আবেদনের শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরীমনির দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
গত ১৬ আগস্ট মাদক মামলায় পরীমনির জামিন চাওয়া হয়েছিল। জামিন শুনানির জন্য গত ১৮ আগস্ট দিন ধার্য করেন আদালত। তবে তার বিরুদ্ধে আবারও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। এজন্য বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করা করেন। রিমান্ড আবেদন স্থগিত থাকায় ওইদিন জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি আদালত।
গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
সারাবাংলা/এআই/এনএস