Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ০৯:৩৫

কুষ্টিয়া: দৌলতপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশু সিয়াম উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি একই এলাকার জমাদারের মেয়ে।

হায়দারের চর এলাকার টুটুল বিশ্বাস বলেন, আমাদের এলাকায় চারিদিকে এখন পানি আর পানি। বাড়ির পাশেই এ দুই শিশু ডুবে মারা যায়।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পদ্মা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হওয়ায় আমার ইউনিয়নের চিলমারীর চরাঞ্চলে বন্যার পানি বেড়ে গেছে। বুধবার দুপুরের দিকে বাড়ির পাশেই জলাশয়ের গভীরে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়

সারাবাংলা/এসএসএ

দৌলতপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর