ক্লিনিক থেকে মডার্নার ভ্যাকসিন উদ্ধার, আটক ১
১৯ আগস্ট ২০২১ ০০:৫২ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১২:০০
ঢাকা: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে।
বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ভ্যাকসিন ও খালি ব্ক্সগুলো উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের এই ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব ভ্যাকসিন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে এই ক্লিনিকে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় মালিককে।
ধারণা করা হচ্ছে, গণটিকা কর্মসূচির সময় এখানে আনা হয়েছে ভ্যাকসিনগুলো। এত ভ্যাকসিন কীভাবে এই ক্লিনিকে এসেছে, বা কারা দিয়েছে সেই- চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ক্লিনিক থেকে ভ্যাকসিন নিয়েছে, এমন কয়েক জনেরও খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সারাবাংলা/ইউজে/এসবি/পিটিএম