Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাস পর পর আমদানির তথ্য জানাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২১ ০০:১০

ঢাকা: আমদানির তথ্য প্রতি তিন মাস পর পর জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী সেপ্টেম্বর মাস থেকে আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফিন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগে দাখিল করতে হবে। একইসঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্দেশনাটি আগামী সেপ্টেম্বরে সমাপ্ত ত্রৈমাসিক হতে কার্যকর হবে। বিআরপিডি সার্কুলার নম্বর-১২/২০২১ এর অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

কেন্দ্রীয় ব্যাংক

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর