বাঙালির সব ব্যক্তিগত অর্জন বঙ্গবন্ধুর কারণে: সেলিম মাহমুদ
১৯ আগস্ট ২০২১ ০০:০১ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ ০১:৪১
ঢাকা: বাঙালির সব ব্যক্তিগত অর্জন বঙ্গবন্ধুর কারণে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি ব্যংক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এ আলোচনা সভা আয়োজন করে।
ড. সেলিম মাহমুদ বলেন, ‘প্রতিটি বাঙালির সব ব্যক্তিগত অর্জন জাতির পিতা বঙ্গবন্ধুর কারণেই হয়েছে। তিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন বলে আজকে আমরা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ব্যাংকের মালিক, কেউ ব্যাংকের এমডি, কেউ শিল্পপতি, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ বিচারপতি, রাষ্ট্রদূত, কেউ বাংলাদেশের কোটায় স্কলারশিপ পেয়ে বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রী পেয়েছি, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি।’
তিনি বলেন, ‘সবাইকে বুঝতে হবে আমাদের জীবনে বঙ্গবন্ধু কেন গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু যদি বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে ভারতের সেভেন সিস্টার্স ঘেরা আজকের বাংলাদেশ পাকিস্তানের একটা রাজ্য হিসেবে বড়জোর আসাম কিংবা ত্রিপুরার মতো একটি রাজ্য থাকতো। একটা অন্ধকারাচ্ছন্ন জনপদ হিসেবেই থাকতো। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বে এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। আমরা সবাই আমাদের জীবনে যা কিছু পেয়েছি, তার সবটুকুই বঙ্গবন্ধুর কারণে।’
ড. সেলিম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কারণ, তিনি বিশ্বব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শুধু বাংলাদেশ প্রতিষ্ঠাই করেননি, মাত্র সাড়ে তিন বছরের মাথায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতির দেশ হিসেবে রূপান্তরিত করেছিলেন। বাংলাদেশকে একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়ে গেছেন। জিয়া- এরশাদের দুই সামরিক সরকার, খালেদা জিয়ার দুই মেয়াদের সরকার দেশকে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে দিয়েছিল। শেখ হাসিনা আবার বাংলাদেশকে জাতির পিতার অর্জিত জায়গায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই বাংলাদেশকে আবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিতে পরিণত করেছেন।’
তিনি বলেন, ‘খুরিরা সপরিবারে জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, তিন দশকেরও বেশি সময় ধরে খুনি চক্র ও তাদের সুবিধাভোগীরা জাতির পিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। জাতির পিতার নামটি পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল, এই জাতির ভাগ্য পরিবর্তনকারী বঙ্গবন্ধুর অবদানের কথা মানুষ যাতে জানতে না পারে।‘
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বক্তব্য দেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এজেড/পিটিএম