Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের আরও দুই সেট ট্রেন ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ২১:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ২১:৫৩

ঢাকা: স্বপ্নের মেট্রোরেলের আরও দুই সেট ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (১৮ আগস্ট) মেট্রোর তৃতীয় ও চতুর্থ সেট ঢাকার তুরাগ তীরে পৌঁছেছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ আগস্ট ডিএমটিসিএল’র ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়, এমআরটি লাইন-৬ এর তৃতীয় এবং চতুর্থ মেট্রো ট্রেন সেট দুটি বুধবার সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকার ডিপো সংলগ্ন তুরাগ নদীর তীরে স্থাপিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। সেখানে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুই সেট ট্রেন জেটি থেকে উত্তরা ডিএমটিসিএল ডিপোতে নিয়ে আসা শুরু হবে।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, জেটিতে মেট্রোরেলের একটি সেট দুপুরে পৌঁছায় আরেকটি সেটের জাহাজ সন্ধ্যায় পৌঁছায়। এই সেট দুটি গত ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে জাহাজে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে গত ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছিল। মোংলা সমুদ্র বন্দর থেকে গত ১২ আগস্ট ৪টি বার্জযোগে ট্রেনের সেট দুটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

জানা গেছে, ডিপোতে আনলোড করার পর মেকানিক্যাল ইলেক্ট্রিক্যাল য়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে। এরপর কোচগুলো লাইনে তোলা হবে। আর এ কাজে দেড় থেকে দুই মাস সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মেট্রোরেলের আরও দুই দফা কোচ ঢাকায় পৌঁছায়। সেসব কোচের এরই মধ্যে ট্রায়াল রান শেষ করেছে ডিএমটিসিএল। সব মিলিয়ে ২৪ সেট ট্রেন তৈরি করে দেবে জাপান। যার মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। ট্রেনগুলোতে ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। প্রতিটি ট্রেনে দুইটি করে হুইল চেয়ার থাকবে। স্টেইনলেস স্টিল বডির প্রতিটি কোচে থাকবে লম্বালম্বি আসন। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কেচে চারটি দরজা থাকবে। মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় যাওয়া আসায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর