অডিট আপত্তি নিষ্পত্তি না করায় সংসদীয় কমিটির ক্ষোভ
১৮ আগস্ট ২০২১ ২১:৩২ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ২৩:৫২
ঢাকা: বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় অডিট আপত্তি নিষ্পত্তি এবং এ সংক্রন্ত মামলা সুরাহা না করায় ক্ষোভ প্রকাশ করেছে সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার (১৮ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই ক্ষোভ প্রকাশ করেন কমিটির সভাপতি রুস্তুম আলী ফরাজী।
বৈঠক সূত্রে জানা গেছে, অডিট আপত্তির অবশিষ্ট টাকা আদায় এবং অনিয়ম দূনীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে কমিটি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অডিট আপত্তির মামলাগুলো নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে নিষ্পত্তি পূর্বক অর্থ আদায়, অর্থ আদায়পূর্বক জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ওইসব প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও এজিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে মামলাগুলো নিবিড়ভাবে তত্ত্বাবধানের সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মহাহিসাব নিরীক্ষককে নিয়ে বৈঠক করে আগামী এক মাসের মধ্যে অর্থ আদায়ের সুপারিশও করা হয়।
এছাড়া বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও অডিট অধিদফতরের ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেনের (ঢাকা দক্ষিণ ও উত্তর এবং নারায়ণগঞ্জ) ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিএজি, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, এলজিডি’র যুগ্মসচিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ঢাকা ও চট্রগ্রাম জেলা পরিষদ, ডিএনসিসির সদস্যসহ বিভিন্ন পৌরসভার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এসএসএ