আদালতে হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১৮ আগস্ট ২০২১ ২০:৩৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ২১:৫০
ঢাকা: আওয়ামী লীগের উপ কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীর তার বিরুদ্ধে গুলশান থানার দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সাজেদা লতা আসামি হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। এরপর হেলেনা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এদিন দুপুরে পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম।
গত ১৭ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পর্ণগ্রাফি আইনের মামলায় হেলেনার জামিন মঞ্জুর করেন।
গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককের সময় তার বাসায় থেকে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া গেছে। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া যায় তার বাসায়।
র্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি, ড্রোন, হরিণের চামড়া, বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, বিশেষ ছুরি ও কাঁচি, বিদেশি বিয়ার, কার্টনভর্তি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। ওই ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলায় দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/এসএসএ