পাসপোর্ট করে পাকিস্তান চলে যান— আসিফ নজরুলকে জয়
১৮ আগস্ট ২০২১ ১৯:০০
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলকে পাকিস্তান চলে যেতে বলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, আপনার যদি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা থাকে, পাসপোর্ট করে পাকিস্তান চলে যান।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।
তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর কাবুল বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই কথা বলেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ এই ঘটনাকে কেন্দ্র করে সমাবেশে আল-নাহিয়ান খান জয় বলেন, ‘আপনি ঘরে বসে সস্তা জনপ্রিয়তা কুড়াতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ জাতির পিতার বিভাগ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আপনি টাল্টু-পাল্টু করতে পারেন না।’
এ সময় ছাত্রলীগ সভাপতি জয় অধ্যাপক আসিফ নজরুলসহ সকল ষড়যন্ত্রকারীদের গণধোলাই দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেবেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘যারা স্বাধীনতাবিরোধী এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের গণধোলাই দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।’
শিবির করলেই তাকে মারতে হবে জানিয়ে সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আসিফ নজরুল এক সমাবেশে প্রশ্ন তুলেছেন, শিবির হলেই কি কাউকে মারতে হবে? আমরা বলতে চাই, শিবির হলে তাকে মারতে হবে। বাংলাদেশে কোনো ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী রাজনীতি করার ক্ষমতা রাখে না। কোনো সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার ক্ষমতা রাখে না। বাংলাদেশ ছাত্রলীগই তাদের দাঁতভাঙা জবাব দিতে যথেষ্ট।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আসিফ নজরুলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে লেখক ভট্টাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, যেকোনো মূল্যে এই আসিফ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করার ব্যবস্থা আপনারা গ্রহণ করুন।’
লেখক ভট্টাচার্য বলেন, ‘যদি আপনারা ব্যবস্থা গ্রহণ না করেন, তবে আমরা দায়িত্ব হাতে তুলে নেব। আমরা জানি, কীভাবে এদের শায়েস্তা করতে হয়। এর চেয়ে বড় কুকুর লেজ গুটিয়ে পালিয়েছে।’
এর আগে সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। সমাবেশে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক হোসাইন সাদ্দামসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সারাবাংলা/আরআইআর/পিটিএম
অধ্যাপক আল নাহিয়ান খান আসিফ নজরুল ছাত্রলীগ সভাপতি জয় টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়