Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সংক্রমণ কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৮:২৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ২০:০৩

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আরেকটু কমে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান যে পাঠদান রয়েছে তা পুরোপুরি অব্যাহত রাখার দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। সচিব কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সচিব কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা সহনীয় পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন অনলাইন কিংবা পূর্ণভাবে চলে এমন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ভার্চুয়াল উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পুরোপুরি পাঠদান চলছে এবং গ্রেজুয়েশনও হয়ে যাচ্ছে। সেজন্য কার্যক্রম যেকোনো উপায়ে চালিয়ে নেওয়া হবে। পাশাপাশি একটা সহনীয় পর্যায়ে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা খুব দ্রুত ছয় কোটি ভ্যাকসিন পেয়ে যাচ্ছি। এর মধ্যে গ্রুপ করে যারা বয়সের সীমার মধ্যে রয়েছেন এমন শিক্ষার্থীদের প্রথমে ভ্যাকসিন দিয়ে দেবো।

এ বছরে খুলবে স্কুল খুলবে কি না সে বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দ্রুতই জানাবে। দুইটা বিষয় সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা সরকারের। প্রথমত শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা। দ্বিতীয়ত সংক্রমণ কমে আসা।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে সকল সচিবই বলেছেন, শিক্ষার্থীরা বাসায় থেকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে। দ্রুত যেন তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারনে গত দেড় বছরেরও বেশি সময় ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

করোনার সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর