Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফএএস ফিনান্সের ৪ পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৬:৫৫

ঢাকা: ১৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এফএএস ফিন্যান্সের চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ আগস্ট) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে বলে দুদক সূত্র জানিয়েছে।

এফএএস ফিনান্সের যে ৪ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, প্রদীপ কুমার নন্দী, অঞ্জন কুমার রায়, বীরেন্দ্র সোম ও মোহাম্মদ মোস্তফা।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে বেরিয়ে এসেছে ২০টি ভুয়া কোম্পানির নামে এক হাজার ৩০০ কোটি টাকা কোম্পানি থেকে লোপাট করা হয়েছে। যে কোম্পানির প্যাড ব্যবহার করে ঋণের আবেদন করা হয়েছে তার সবই ছিল ভূয়া। ঋণ প্রস্তাবের বিষয়ে এফএএস ফিন্যান্স কর্তৃপক্ষের কাছ থেকে কোনোরকম যাচাইও করা হয়নি। ঋণের আবেদন করার পর পরই দ্রুত অর্থ ছাড় করা হয়েছে।

এদিকে এর আগে গতকাল এফএএস প্রতিষ্ঠানটির সাবেক এমডি রাসেল শাহরিয়ারসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। অন্য চার জন হলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক গাজী, পরিচালক এমএ হাফিজ, পরিচালক আবুল শাহজাহান ও পরিচালক অরুণ কুমার কুন্ডু। এখন পর্যন্ত এফএএস’র সাবেক ও বর্তমান মিলিয়ে ২১ জনকে জিজ্ঞাসাবাদ করলো দুদক।

সারাবাংলা/এসজে/এসএসএ

দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর