ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
১৮ আগস্ট ২০২১ ১৬:৩৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৭:৪০
ঢাকা: করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে সোয়া ৪ টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে এই ভ্যাকসিন নেন তিনি।
এদিকে খালেদা জিয়ার ভ্যাকসিন গ্রহণের খবর শুনে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে ভিড় জমান। তাদের চাপে ও ধাক্কা-ধাক্কিতে ভ্যাকসিন প্রয়োগ কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। তখন গাড়িতে বসা অবস্থায়ই একজন নার্স খালেদা জিয়ার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করেন। প্রথম ডোজটাও গাড়িতে বসেই নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন।
এর আগে, ১৯ জুলাই বিকেলে একই হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেন তিনি। গত ১৩ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রেজিস্ট্রেশনের ছয় দিনের মাথায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।
সারাবাংলা/এজেড/পিটিএম