Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৫:৪৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৭:০৯

ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বুধবার (১৮ আগস্ট) বিআইডব্লিউটিসি থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম মিশা সারাবাংলাকে বলেন, বৈরী আবহাওয়া এবং প্রবল স্রোতের কারণে বাংলাবাজার ও শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বারবার পদ্মাসেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনার পর থেকে যাত্রীদের কথা চিন্তা করে অতি সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত একমাসে চারবার বিআইডব্লিউটিসির ফেরি নির্মাণাধীন পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে পিলারে বড় ধরনের ক্ষতি না হলেও যাত্রীরা আহত হয়েছেন। তীব্র আলোচনা সৃষ্টি করা এই ঘটনা উৎঘাটনে একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়। তীব্র স্রোতের কারণে পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।

সারাবাংলা/জেআর/এএম

ফেরি চলাচল বন্ধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর