Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৩:৩৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৫:৫২

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এরমধ্যে শেরেবাংলা থানা পুলিশ একটি ও মেট্রো রেল কর্তৃপক্ষ দুটি মামলা করেছে।

বুধবার (১৮ আগস্ট) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর বুধবার (১৮ আগস্ট) মেট্রো রেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা দায়ের করে।

ওসি বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ও আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং পুলিশ আহত হয়েছেন। এই তিন মামলায় ৪০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে জিয়ার মাজারে যাওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশকে ইটপাটকেল ছুড়লে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। তবে বিএনপির অভিযোগ, শুধু টিয়ারশেল নয়, গুলিও চালিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

সারাবাংলা/ইউজে/এএম

চন্দ্রিমা উদ্যান বিএনপি-পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর