পরীমনিকে আবারও রিমান্ডে চায় সিআইডি, শুনানি বৃহস্পতিবার
১৮ আগস্ট ২০২১ ১২:২৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৪:৩৩
ঢাকা: আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত পরীমনির জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন জামিন শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। রিমান্ড আবেদনও আগামীকাল অনুষ্ঠিত হবে।
গত ১৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান জামিন আবেদন করেন। ওইদিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
গত ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাব। পরের দিন ৫ আগস্ট পরীমনি-রাজসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। এরপর কয়েকদফা রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে পরীমনি কারাগারে আটক রয়েছে।
সারাবাংলা/এআই/এএম