Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২২:৪৫

ঢাকা: নবম শ্রেণিতে শিক্ষার্থীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এবারের নিবন্ধন হবে অনলাইনে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনপত্র পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এক নির্দেশনায় সোমবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানায়।

ওই নির্দেশনায় বলা হয়, ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

সেখানে আরও বলা হয়, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে— এর দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

সারাবাংলা/টিএস/এনএস

ঢাকা শিক্ষা বোর্ড নবম শ্রেণির শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর