Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাসমান দোকান

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২২:৫২

ঢাকা: করোনা পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার ভ্রাম্যমাণ খাদ্যের দোকানগুলো উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে বসা দোকানীদের আগামী বুধবারের (১৮ আগস্ট) মধ্যে দোকান-সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক একেএম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, এই দোকানগুলোর কারণে করোনা মহামারির মধ্যেই ক্যাম্পাসে বিশাল জমায়েত হচ্ছে। এ কারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া এ দোকানগুলো অবৈধ।

ভাসমান এসব দোকান উচ্ছেদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টটরিয়াল টিমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি), শাহবাগ থানা পুলিশ সহায়তা করবে।

এই প্রসঙ্গে অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, এই দোকানগুলো অবৈধ। যেহেতু এগুলোর কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এগুলো উঠিয়ে দেওয়া হবে। অবশ্য এটি কোনো নতুন সিদ্ধান্ত নয়৷ এক্ষেত্র প্রক্টটরিয়াল টিমের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি), শাহবাগ থানা পুলিশ কাজ করবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে ঘিরে অসংখ্য চায়ের দোকানের দেখা মেলে। চা-বিস্কিটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রয় হয় এসব দোকানে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ফটকেও রয়েছে আট-দশটি ভাসমান দোকান। বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় এসব দোকান ঘিরে শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এসএসএ

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর