Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকারের তিন নেতার হাইকোর্টে জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২২:৩৬

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিন নেতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

জামিন পাওয়া নেতারা হলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, তৌহিদুল ইসলাম শিপন ও আরিফুল হোসেন।

বিজ্ঞাপন

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম, তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী শিহাব উদ্দিন খান।

এর আগে গত ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একইদিনে মতিঝিল থানায় মামলা হয়। এ ছাড়াও শাহবাগ থানায় মামলা করেন পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান কবির। মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ ১৯ জনকে আসামি করা হয়।

মতিঝিলের ওই মামলায় গ্রেফতার আসামি আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তোলা হয়। শাহবাগ থানার অপর মামলায় অভিযোগ ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাসে আগুন দিতে উদ্যত হওয়া’।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

ছাত্র অধিকারের তিন নেতা হাইকোর্ট

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর