Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশিরা আফগানিস্তানে গেছে, এমন তথ্য অমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২০:০০ | আপডেট: ১৭ আগস্ট ২০২১ ২২:৫৩

ঢাকা: তালেবানকে সহযোগিতার উদ্দেশ্যে অনেক বাংলাদেশি আফগানিস্তানে গেছেন—এমন তথ্য অমূলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা এ ধরনের চিন্তা করছেন তারা বাস্তবতা না বুঝে চিন্তা করছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা মনে করছেন আমাদের দেশের ধর্মভীরু মানুষেরা আফগানিস্তানে গেছেন। কিন্তু এটা অমূলক চিন্তা।

বাংলাদেশের মানুষ কখনো জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আফগানিস্তানে কী হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটা আমাদের চিন্তার বিষয়। আমাদের সরকার আছে, প্রধানমন্ত্রী আছেন। তার নির্দেশনায় আমরা কাজ করছি।

তিনি  বলেন, বর্তমানে এয়ার সার্ভিস বন্ধ। যেখানে যাতায়াতের কোনো বাহনই নেই, সেখানে কি পায়ে হেঁটে গেছে? কাজেই এসব তথ্য অমূলক। যারা বলছেন তারা বস্তবতা চিন্তা না করেই বলছেন।

বাংলাদেশে আফগানিস্তানের জনগণদের আশ্রয় দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব এক হাজার মাইল। আমরা এমনিতেই আছি রোহিঙ্গা নিয়ে, পাকিস্তানি শরণার্থী নিয়ে। কাজেই আফগানিস্তানের শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়। আফগানিস্তান ও বাংলাদেশের মাঝখানে আরও দুইটি দেশ রয়েছে। তো সেখান থেকে আফগানিস্তানের লোকজন এই দেশে চলে আসবে এ ধরনের চিন্তা ঠিক নয়।

সারাবাংলা/জেআর/এসএসএ

আফগানিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর